
দীর্ঘদিন ধরেই মাঠের বাইরে রয়েছেন জাতীয় দলের এক সময়ের তারকা অলরাউন্ডার নাসির হোসেন। চলমান ঘরোয়া লিগ বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএলের পর বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) দল পাননি নাসির।
দল না পাওয়ায় আক্ষেপ নেই নাসিরের। আবারও মাঠে ফিরে পারফর্ম করে ফিরতে চান দলে। খেলতে চান ডিপিএল, বিসিএল ও বিপিএলে। কাউকে ফোন দিয়ে বা কারোর দয়ায় নয় বরং পারফর্ম করে যোগ্যতা দিয়েই খেলতে চান তিনি।
বিপিএলে দল না পাওয়া নিয়ে নাসির বলেন, ‘ফ্রাঞ্চাইজিদের মতে আমার চেয়ে ভালো অপশান তাদের কাছে আছে। তাই তারা নেয়নি। আমার সাথে কারও কথা হয়নি। আর আমি কাউকে ফোন দিয়ে বা কারোর দয়ায় খেলতে চাই না।
যতদিন খেলেছি বাঘের মতো খেলেছি।’ নাসির আরও বলেন, ‘আমি যেখানেই খেলেছি সবসময় চেষ্টা করেছি দলের জন্য খেলার। খেলাধুলার ক্ষেত্রে আমি কখনও অবহেলা করিনি। চেষ্টা করেছিল দলের জন্য ভালো কিছু করার।’ উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর বিপিএলের অষ্টম আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়। ড্রাফট থেকে নাসিরকে দলে ভেড়ায়নি কেউ।
যদিও বিপিএল শুরুর আগ পর্যন্ত ফ্রাঞ্চাইজিগুলো নিলামে অবিক্রিত দেশি ক্রিকেটারদের দলে নিয়ে দেশিদের কোটা পূর্ণ করতে পারবে।