
বাংলাদেশে অতিমাত্রায় বাড়ছে করো’না ভাই’রাস আ’ক্রা’ন্তের সংখ্যা। এর মধ্যেই শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের অষ্টম আসর। আগামীকাল শুক্রবার মাঠে গড়াবে ৬ দলের এই টুর্নামেন্ট।
এরই মধ্যে দলগুলোকে নেয়া হয়েছে জৈব সুরক্ষা বলয়ে। খুলনা টাইগার্সের সৌম্য সরকার, মিনিস্টার ঢাকার রিশাদ হোসেনসহ কয়েকটি দলের বেশ কয়েকজনের করো’না আ’ক্রা’ন্তের খবর পাওয়া যায়।
এবার করো’না ভাই’রাস হানা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) স্টাফদের। এ বিষয়ে বিসিবির প্রধান চিকিৎসক ডাক্তার দেবাশিষ চৌধুরী জানিয়েছেন, ”বিসিবির অফিসিয়াল ফটোগ্রাফার রতন গোমেজসহ অন্তত ১০ জন কোভিড প’জিটিভ হয়েছে। সবাইকে এরই মধ্যে আইসোলেশনে নেয়া হয়েছে।”
এদিকে আগামীকাল বিপিএলের উদ্বোধনের আগে এমন খবর স্বাভাবিক ভাবেই উদ্বে’গজনক। স্বাস্থ্য মন্ত্রণালয়য়ের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে করো’না আ’ক্রা’ন্তের সংখ্যা ১০ হাজার ৮৮৮ জন রোগী শ’নাক্ত হয়েছে। এ সময় করো’নায় ৪ জনের মৃ’ত্যু হয়েছে।